দৈনিকবার্তা- নোয়াখালী, ২৯ জানুয়ারি ২০১৬: বিএনপির নেতারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদ্গার করে খালেদা জিয়া, তারেক রহমানকে খুশি করার প্রতিযোগিতায় নেমে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর অভিযোগ, কাউন্সিলকে সামনে রেখে বিএনপিতে এই প্রতিযোগিতা চলছে। কারণ তাঁরা জানেন, এতে খালেদা জিয়া ও তারেক রহমান খুশি হবেন।শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত চার লেন সড়কের উদ্বোধনের পর সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্থানীয় সাংসদ মামুনুর রশিদ,জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী সড়কের উদ্বোধন উপলক্ষে এক পথসভায় বক্তব্য দেন। চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ওবায়দুল কাদের বলেন, যত দূর জানি, আগামী ফেব্র“য়ারি মাসে প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচন হবে মার্চে। আইন অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হলে এতে কোনো দলীয় প্রভাব থাকবে না।তিনি বলেন, তারা জানে যে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষেদগার করলে তাদের নেত্রী বেগম জিয়া ও তারেক জিয়া খুশি হবেন। তাই তারা একের পর এক বঙ্গবন্ধু সম্পর্কে বিষেদকার করে যাচ্ছে।এ সময় ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ উন্নয়ন চায়। বর্তমান সরকার জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাই পৌরসভা নির্বাচনের মতো আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচিনেও জনগণ আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করবে। কারণ উন্নয়ন যেদিকে দেশের জনগণও সেদিকে।