1394965914.

দৈনিকবার্তা-হিলি (দিনাজপুর), ২৬ জানুয়ারি ২০১৬: ভারতের ৬৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।তবে বন্দরের ভেতরের কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।মঙ্গলবার সকাল থেকেই বন্দরের আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

সকালে বন্দরের ওয়্যার হাউজের ভেতর থেকে আগের দিনে ভারত থেকে আসা ট্রাকগুলো পণ্য খালাস করে ভারতে ফিরে যায়।বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ভারতের ৬৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা পণ্য আমদানি-রফতানি না করায় মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য নামানো-ওঠানো ও পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বুধবার সকাল থেকে আবারও বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি ও সব ধরনের কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হবে।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।