1829322

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ জানুয়ারি ২০১৬: ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সবচেয়ে দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ চীন’থেকে বাংলাদেশ শিখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।মঙ্গলবার দুপুরে ‘বাংলাদেশ-চীন সম্পর্ক : অংশীদারিত্বের ৪০ বছর শিরোনামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকায় বিআইআইএসএস ভবনের এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লা খনি উন্নয়ন কেন্দ্র, বড়পুকুরিয়া থার্মাল পাওয়ার প্লান্টকে বাংলাদেশ-চীন সম্পর্কের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশও ধারবাহিকভাবে চীনের কোর জাতীয় স্বার্থে সমর্থন দিয়ে আসছে। বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাস করে এবং তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ মনে করে। বাংলাদেশে পণ্য আমদানিতে সবচেয়ে বড় উৎস চীন।

বড় এবং দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ হিসাবে চীন বাংলাদেশের রোল মডেল’ একথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছে। আমরা চীনের অভিজ্ঞতা থেকে শিখতে চাই।বিআইআইএসএসের চেয়ারম্যান মুনশী ফায়েজ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ফারুক সোবহান, ঢাকায় নিয্ক্তু চীনের সাবেক রাষ্ট্রদূত ওয়াং চুনগি ও বিআইআইএসএস মহাপরিচালক একেএম আবদুর রহমান।