15

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জানুয়ারি ২০১৬: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, তাঁর নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।গয়েশ্বর বলেন,আমার একটাই ফেসবুক আইডি আছে, এটা ছাড়া আর কোনো আইডি নেই। আমার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে একটি সংঘবদ্ধ চক্র আমার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের কাছ থেকে চাঁদা চাচ্ছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।গয়েশ্বর জানান, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি ওই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বিষয়ে গত বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তিনি জিডি করেছেন, যার নম্বর ৭১৩।গয়েশ্বর সাংবাদিকদের বলেন, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র আমার নামে খোলা ফেইসবুক ব্যবহার করে, আমার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের কাছে চাঁদা চেয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।আমি প্রশাসনকে অনুরোধ করব, তারা যেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রতারক চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসেন।প্রতারক চক্রের কর্মকাণ্ডের বিবরণ দিয়ে তিনি বলেন, জনৈক এক ব্যক্তি বাংলাদেশের ০১৮৭৮৪২০৬৪৪ ও ০১৭২৩০২০০৬৬ নম্বর থেকে জাপান প্রবাসী আকবর হোসনের ০০৮১৭০৬৫১২১০০৫ নম্বরে ফোন করে আমার নাম বলে টাকা দাবি করে। বৃটেনে নিউ ক্যাসলে বসবাসকারী ফজলুর রহমানের (০০৪৪৭৮০৮১৭৯৫৮) কাছ থেকেও আমার নাম বলে টাকা চায়। চক্রটি ফেইসবুকের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে ০১৮৭৮৪২০৬৪৪ ও ০১৭২৩০২০০৬৬ নম্বরে ফোন করতে বলে।

পরে আকবর ও ফজলুর তাকে ঘটনা জানালে প্রতারণার বিষয়টি ধরা পড়ে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। কেবল তাই নয়, শুক্রবার বিকাল ৫টার দিকে কুয়েতে বসবাসরত জনাব মহিমের মোবাইলে (০০৯৬৫৬৬১৩৭৯৯৩) বাংলাদেশ থেকে ০১৭১১৯০০০৮ নম্বর দিয়ে ফোন করে গয়েশ্বর চন্দ্র রায় পরিচয় দিয়ে ০১৭১৭৪০৪৩৬৬ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়।প্রতারক চক্রটি কত টাকা হাতিয়ে নিয়েছে জানতে চাইলে গয়েশ্বর বলেন, কত টাকা নিয়েছে, এটা এখনো আমি জানি না। তবে এখনো তারা বোধহয় টাকা নেওয়ার সুযোগটা পায় নাই।সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা সুলায়মান হোসেন উপস্থিত ছিলেন।