asaduzzama_11382

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জানুয়ারি ২০১৬: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার নারী শিক্ষার উন্নয়নে এবং নারীর সমঅধিকার নিশ্চিত করতে যেসব কর্মসূচি বাস্তবায়ন করছেন তা সফল করতে সকল মহলকে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, সরকার বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবৈতনিক নারীর উচ্চ শিক্ষা ও প্রযুক্তি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ রইসুল আলম ময়নার সভাপতিত্¦ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শাহাবুদ্দিন মোল্লা, সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন, অভিভাবক প্রতিনিধি আবু তাহের প্রমুখ।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সরকার জনসম্পদকে জনশক্তিতে পরিণত করতে প্রযুক্তি শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছে। দক্ষ মানব সম্পদই কেবল দেশকে উন্নত ও মধ্যম আয়ের দেশ গঠনে বিরাট অবদান রাখছে।তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ করে বিশ্বের বিভিন্ন দেশে বেশ প্রশংসা অর্জন করেছে। পরে তিনি ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।