2016_01_23_13_31_38_hlfe9LSgo75O4JhdUjFaSc4frtS82I_original

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জানুয়ারি ২০১৬: এই জীবনে আসলে অনেক পেয়েছি।এতো মানুষের ভালোবাস পাবো কখনোই ভাবিনি। আর আমার জন্মদিন পুরো বাংলাদেশের মানুষ যেভাবে উদযাপন করছে তা সত্যিই একজন শিল্পীর জন্য বড় পাওয়া। আমি মানুষের এই ভালোবাসার কতটা প্রতিদান দিতে পেরেছি জানি না। তবে বলবো মানুষের ভালোবাসা পেয়েছি অনেক- আবেগঘন কন্ঠে নিজের ৭৫তম জন্মদিন উদ্যাপন করতে গিয়ে কথাগুলো উচ্চারণ করলেন নায়করাজ। জন্মদিনের আগের দিনই কেক কেটে জন্মোৎসব করলেন বাংলাচলচ্চিত্রের এ কিংবদন্তি। তবে কোন ঘরোয়া পরিবেশে নয়, রাজধানীর একটি কফিশপ উদ্বোধন করতে গিয়েই এ আনুষ্ঠানিকতা। এসময় নায়করাজের সঙ্গে স্ত্রী লক্ষীসহ চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক সম্রাট।জানা যায়, বিকেলে এফডিসিতে পরিচালক সমিতির উদ্যোগে নায়করাজের জন্মদিন পালন করা হয়।

নায়ক রাজ রাজ্জাক। একজন কালজয়ী অভিনেতা, প্রযোজক ও পরিচালক। ২৩ জানুয়ারি ৭৫ বছর বয়েসে পা রাখলেন ঢাকাই ছবির এই কিংবদন্তি।১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই মহান অভিনেতা। বাবা আকবর হোসেন ও মা মিরারুন্নেসার কনিষ্ঠ সন্তান আব্দুর রাজ্জাক। তার অভিনয় জীবনের শুরুটা কলকাতার মঞ্চ নাটক থেকে হয়। তিনি ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ঘরোয়া নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান।

সালাউদ্দিন প্রোডাকশন্সের ‘তেরো নাম্বার ফেকু অস্তাগড় লেন চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তীতে কার বউ, ডাক বাবু, ‘আখেরী স্টেশন’সহ আরও বেশ ক’টি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয়ও করে ফেলেন। পরে বেহুলা চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে ঢালিউডে উপস্থিত হন সদর্পে। তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা পুরস্কার, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননাসহ অর্জন করেন অসংখ্য সম্মাননা।এছাড়াাও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন তিনি। পারিবারিক জীবনে রাজ্জাক এমনই সুখীতার জন্মদিনকে ঘিরে বরাবরের মতো এবারেও নানা আয়োজন করা হয়। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানান কোটি কোটি ভক্তরা।