দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জানুয়ারি ২০১৬: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র প্রথম মৃত্যুবার্ষিকী রোববার ২৪ জানুয়ারি। উল্লেখ্য, আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান। পরে লাশ দেশে ফিরিয়ে এনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি’র পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিএনপির উদ্যোগে রবিবার বাদ আসর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে কোকো’র স্মরণে আলোচনা সভা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর ওই বছরের ৩ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে কোকোও গ্রেফতার হন।পরে সরকারের নির্বাহী আদেশে ২০০৮ সালের ১৭ জুলাই ছাড়া পান তিনি। এর একদিন পরই চিকিৎসার জন্য স্ত্রী ও দুই কন্যাসহ থাইল্যান্ড যান কোকো। তার পর থেকে তিনি বিদেশেই অবস্থান করছিলেন।