দৈনিকবার্তা-ঢাকা, ২২ জানুয়ারি ২০১৬: মজুরির ৫০ শতাংশ মহার্ঘভাতা, রেশনিং চালুসহ সাত দফা দাবিতে সমাবেশ শেষে লাল পতাকা মিছিল করেছে পোশাক শ্রমিকরা।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহ ব্যানারে কয়েকটি সংগঠন যৌথভাবে এ সমাবেশ করে। দাবি আদায়ে বিভিন্ন শিল্পাঞ্চলে পথসভা, প্রচারপত্র বিলি ও কর্মীসভা করতে মাসব্যাপি কর্মসূচিও ঘোষণা করা হয় এ সমাবেশ থেকে। শ্রমিকদের রেশনিং চালু, বাসস্থান তৈরি, সোয়েটার কারখানায় জেকার মেশিন স্থাপন না করার দাবি জানান বক্তারা।সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন চলতি মাস থেকেই গার্মেন্ট শ্রমিকদের মজুরির ৫০ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার দাবি জানান।
শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে চাল, আটা, ভোজ্যতেল, চিনি, শিশুখাদ্য গুঁড়াদুধ ও ডালের রেশন চালু করা এবং কারখানার আশপাশে বাসস্থান তৈরি করে দেওয়াসহ বাড়িভাড়া আইন কঠোরভাবে প্রয়োগেরও দাবি জানান রতন। জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম অভিযোগ করেন, স্যুয়েটার কারখানাগুলোতে মেশিন নির্ভরতা বাড়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়ছে।মালিকরা মেশিন বসিয়ে মেশিন প্রতি ২৮ জন শ্রমিককে বেকার করে দিচ্ছে। ইতোমধ্যে লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে।অন্যদের মধ্যে শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সৈয়দ সুলতান আহমেদ, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, শ্রমিক নেতা তৌহিদুর রহমান, রোকেয়া সুলতানা, আলী রেজা হায়দার, শেফালী হোসেন সমাবেশে বক্তব্য দেন।
অন্যদিকে, ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেডের গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীদের ওপর মালিকপক্ষের নির্যাতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন করে গার্মেন্ট শ্রমিকরা। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এ মানববন্ধনের আয়োজন করে।ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ইউনিয়ন করার অধিকার শ্রমিকদের মৌলিক অধিকার। বেআইনিভাবে ইউনিয়নের কার্যকলাপ বন্ধ করে দেওয়ার পায়ঁতারার প্রতিবাদ সবাইকেই করতে হবে।
তিনি বলেন, ডংলিয়ন ফ্যাশন গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কমিটির ওপর মালিকপক্ষ নির্যাতন চালিয়েছে। ট্রেড ইউনিয়নের সদস্যরা চাকরিচ্যুত হয়ে আজ দিশেহারা, যারা কাজ করছেন তারাও চাকরি হারানোর ভয়ে আছেন।হামলার ঘটনায় দোষীদের বিচার ও আইন অনুযায়ী চাকরিচ্যুত সব শ্রমিকদের পুনর্বহাল ও ইউনিয়নের কাযক্রম চালু রাখার পরিবেশ নিশ্চিতের দবি জানান তিনি।সভায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান, কার্যকরী সভাপতি মমতাজ বেগম, ফোরামের অন্যতম নেতা খাদিজা আক্তার, এহসানুল হক, শামিমা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।