দৈনিকবার্তা-ঢাকা, ২১ জানুয়ারি ২০১৬: সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের পাশাপাশি অপহরণ করে গুম অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি।বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর থানা ছাত্রদলের সভাপতি ওয়াসিমুল বারী ওয়াসিমকে মাধবদীর স্কুল মার্কেটের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তাকে আটকের কথা স্বীকার করেনি পুলিশ।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এ বিবৃতি দেন ফখরুল।বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর নির্মম এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী যখন ঐক্যবদ্ধ তখন তারা আরো বেশিমাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার, কারান্তরীণ ও রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করার পাশাপাশি বরাবরের মতোই অপহরণ করে গুম করছে। ‘বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে সরকারের স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কার্যকলাপসহ ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম না হয় সেজন্যই এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর নিরন্তর নিপীড়ন-নির্যাতন, অপহরণ ও গুম-খুন করার পরিণতি কখনোই শুভ হতে পারে না। ইতিহাস সেটিরই সাক্ষ্য দেয়।বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে ওয়াসিমুল বারী ওয়াসিমকে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানান।