দৈনিকবার্তা-ফেনী, ২১ জানুয়ারি ২০১৬: ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ির এক ভাতিজাসহ শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে নিজ বাড়ি সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুলের তোড়া দিয়ে বেগম জিয়ার জেঠাতো ভাইয়ের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান একেএম মহিউদ্দিন মজুমদার সামু তার সমর্থকদের নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন।
অনুষ্ঠানে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম ও নিজাম উদ্দিন হাজারী ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জ্যৈষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজমুদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।