দৈনিকবার্তা-গাজীপুর, ২১ জানুয়ারি ২০১৬: পরিবেশ ও প্রতিবেশগত মারাত্মক ক্ষতিসাধনের অপরাধে বৃহস্পতিবার গাজীপুরের একটি ডায়িং কারখানাকে ৫৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং। এছাড়াও নারায়নগঞ্জ ও ঢাকা জেলার আরো ৩টি কারখানাকে ৪৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মোঃ মোজাহিদুর রহমান জানান, দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) এ,কে,এম, মিজানুর রহমান পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার স্পিনিং এন্ড নিটিং মিলস লিঃ, এপেক্স টেক্সটাইল মিলস লিঃ, এপেক্স লিনজারী লিঃ, এপেক্স ইয়ার্ণ ডাইং লিমিটেড কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানী গ্রহণ করেন। এসময় তিনি বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গত করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে ওই কারখানাকে ৫৪ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেন। এদিন অপর শুনানীকালে একই অপরাধে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার এ.এস.টি বেভারেজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং তরল বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) নির্মাণ ব্যতিত ডাইং ও ওয়াশিং কারখানা পরিচালনা করে কারখানা পরিচালনা করার অপরাধে ঢাকা জেলার তেজগাঁওয়ের উত্তর বেগুনবাড়ী এলাকার মাম থ্রেড এন্ড এক্সেসরিজ লিমিটেডকে ২৩ লাখ টাকা এবং পুরাতন এফডিসি রোড এলাকার যমুনা এন্টারপ্রাইজকে ২১ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেন।