দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২১ জানুয়ারি ২০১৬: চট্টগ্রামে চিকিৎসকরা ব্যক্তিগত সেবা দেওয়া বন্ধ রাখায় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ সবার ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সেলিম জাহাঙ্গীর বলেন, চিকিৎসকরা প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখায় হাসপাতালে রোগীদের ভিড় বেড়েছে। এই পরিস্থিতিতে রোগীদের সুবিধার্থে হাসপাতালের সকল চিকিৎসক ও নার্সসহ কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।এক প্রসূতি মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করায় বুধবার বিকাল থেকে সব ধরনের প্রাইভেট প্রাকটিস ও চেম্বার বন্ধ রাখার ঘোষণা দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার নেতারা।
বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান বলেন, মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা কর্মসুচি শনিবার পর্যন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি ওই দিন বেলা একটায় চিকিৎসকরা স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করবে।চিকিৎসকরা প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখলেও রোগীদের কথা বিবেচনা করে যেসব প্রাইভেট ক্লিনিকে আইসিইউ ও সিসিইউ সুবিধা আছে সেসব প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে কাজ করবেন।পাশাপাশি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে জরুরি পরীক্ষাগুলোও করা হচ্ছে বলে জানান তিনি।রোগীদের জরুরি ভিত্তিতে সেবা দিতে বিএমএর পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে বলে জানান মুজিবুল হক।জরুরি পরিস্থিতিতে হাসপাতালের পক্ষ থেকে কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে হাসপাতালে গিয়ে চিকিৎসকরা গিয়ে সেবা দিয়ে আসবেন।উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষসহ সবার সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানান তিনি।