Gazipur Digital Fair Pic-02

দৈনিকবার্তা-গাজীপুর, ২১ জানুয়ারি ২০১৬: গাজীপুরে দুই দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ওই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাওয়াল রাজবাড়ি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবন্ধি ব্যাক্তিদের জন্য মোবাইল রিহেবিলিটেশন ভ্যান এবং ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

পরে মেলা প্রাঙ্গণে গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান। সহকারি কমিশনার ¯িœগ্ধা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাহেনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা মান্নান প্রমুখ।ডিজিটাল উদ্ভাবনী মেলা উলক্ষে ভাওয়াল রাজবাড়ি মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর সরকারি মহিলা কলেজ, গাজীপুর মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, প্রাণি সম্পদ অফিস, সমাজ সেবা অধিদপ্তর, জেলা পরিষদ, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ৩৯টি স্টল খুলেছে।