দৈনিকবার্তা-ঢাকা, ২১ জানুয়ারি ২০১৬: নৌ-পরিবহন মন্ত্রী এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহবায়ক শাজাহান খান ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি তান্ডবের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।তিনি বলেন, যারা বাঙ্গালির সংস্কৃতি ও কৃষ্টির উপরে আঘাত হেনেছে তাদের ছাড় দেয়া হবেনা। দোষীদেরকে বিচারের আওতায় আনা হবে। ধর্মের নামে যারা এসব ধবংসাত্মক কাজ করেছে তারা প্রকৃত মুসলমান নয়, তারা ভন্ড।শাজাহান বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের হল রুমে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গনবিচার আন্দোলনের আহবায়ক বলেন, বাঙ্গালী জাতির ঐতিহ্যের প্রতিষ্ঠান সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন। যে ভাবে বাড়িঘর ভেঙ্গে চুড়ে একাকার করা হয়েছে, পুড়িয়ে দেয়া হয়েছে এর উদ্দেশ্যে কি? তাদের উদ্দেশ্য বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানো।
তিনি বলেন, যে তান্ডবলীলা চালানো হয়েছে তা মধ্যযুগীয়। যদি কেউ মনে করে থাকে দেশকে অস্থিতিশীল করবে তারা বোকার রাজ্যে বাস করছে।এসময় আন্তজাতিক যুদ্ধাঅপরাধ গণবিচার আন্দোলনের সদস্য সচিব কামাল পাশা, ইসমত কাদির গামা, রোকেয়া প্রাচী, তারেক মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।এরআগে মন্ত্রী জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদকে নিয়ে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সহ ক্ষিতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।