দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১৯ জানুয়ারি ২০১৬: বরিশাল-২ আসনের সাংসদ, জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন যে জাতি জ্ঞান নির্ভর ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয় সে জাতি কখনো দরিদ্র থাকে না। বাংলাদেশের শত ভাগ মানুষ এখন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত। তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে এ দেশকে বিশ্বের কাছে একটি স্বয়ং সম্পুর্ন ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত করতে বদ্ধ পরিকর।
সরকারের ৬১ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত বরিশালের উজিরপুর উপজেলার সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নতুন ভবনের শুভ উদ্বোধন এবং ওই প্রতিষ্ঠানের ৫০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ খালেক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তৃতাকালে সাংসদ ইউনুস আরো বলেন বর্তমান সরকারের আমলে এ দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাবসহ সকল প্রকার আধুনিক শিক্ষা ব্যাবস্থা চালু করা হয়েছে। দেশ কৃষিতে অভুতপুর্ব সাফল্য অর্জন করেছে। প্রতিটি গ্রামের ঘরে ঘরে বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে।
সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমীন বালীর সঞ্চালনায় অনুষ্ঠিত নতুন ভবনের শুভ উদ্বোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মফিজুর রহমান, উজিরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ গিয়াস উদ্দিন, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম,জামাল হোসেন, সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ব্রজেন্দ্র নাথ মল্লিক, সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ মালেক মাষ্টার, নজরুল ইসলাম বালী প্রমুখ।