Babul---1

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ জানুয়ারি ২০১৬: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছান খালেদা জিয়া। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন উপস্থিত নেতাকর্মীরা।

মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে পৌঁছান। খালেদা জিয়ার আগমন ঘিরে আগে থেকেই দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সমাধি প্রাঙ্গণে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১২টার দিকে খালেদা জিয়া সমাধি প্রাঙ্গণ ত্যাগ করেন।এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি নেতা-কর্মীরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে। গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে।

তিনি বলেন,এখন সবচেয়ে বড় কাজ হলো, গণতন্ত্র ফিরিয়ে আনা।মানুষের ভোটের অধিকার, বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী ক্ষণজন্মা মহারাষ্ট্রনায়ক। তিনি অল্প সময়ের মধ্যে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ করেছেন। তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন।সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন,ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। প্রতিবছর এই দিনে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়া বেলা সাড়ে ১১টার দিকে জিয়ার কবর প্রাঙ্গণে এসে পৌঁছান। এ সময় জিয়ার কবর এলাকায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, জাসাস, সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। পরে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া ও অন্যরা।