chaina-thereport24

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ জানুয়ারি ২০১৬: ২০১৫ অর্থবছরে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ। যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন।গত অর্থবছরে এই প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৩ শতাংশ। মঙ্গলবার দেশটির সরকার এ তথ্য প্রকাশ করেছে। খবর বিবিসির।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ২০১৫ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৭ শতাংশ নির্ধারণ করেছিল। তবে চীনের প্রধানমন্ত্রী লে কেকিয়াং বলেছেন, যতক্ষণ পর্যন্ত নতুন কর্মক্ষেত্র তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত ধীর গতির প্রবৃদ্ধি গ্রহণযোগ্য।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশের নিচে চলে আসলে অর্থনৈতিক সংস্কার আবশ্যক হয়ে ওঠে। চীনের কেন্দ্রীয় ব্যাংক এজন্য মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণসহ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু ২০১৫ সালের শেষ প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৮ শতাংশে নেমে এসেছিল।হংকংভিত্তিক সিটিক ব্যাংক ইন্টারন্যাশনালের প্রধান অর্থনীতিবিদ লিয়াও কুন বলেন, এটি অর্থনীতিকে স্থিতিশীল করার একটি প্রক্রিয়া। কিন্তু চীনের অর্থনীতি এখনও স্থিতিশীল হয়নি। পর্যবেক্ষকরা বলছেন, প্রকৃতপক্ষে সরকারি হিসাবের চেয়ে প্রবৃদ্ধির হার কম। যদিও বেইজিং বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

এদিকে গত এক দশকে দেশটির দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও গত দুই বছরের প্রবৃদ্ধির হার নিচে নেমে আসায় বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর আগে দেশটিতে শেয়ারবাজার ধসের প্রভাব পড়ে বিশ্বের সবগুলো বড় বাজারে।অব্যাহত পতনে অস্থিতিশীল হয়ে পড়া চীনের পুঁজিবাজারকে টেনে তুলতে ৫ জানুয়ারি প্রায় ২ হাজার কোটি ডলার যোগান দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বিনিয়োগকারীরা যাতে শেয়ারক্রয়ে সহজে ঋণ পেতে পারেন সেজন্য ৫ জানুয়ারি এ অর্থ যোগানের ঘোষণা দেয়া হয়।