শ্রীপুরে স্পিনিং কারখানায় আগুন

দৈনিকবার্তা-গাজীপুর, ১৭ জানুয়ারি ২০১৬: গাজীপুরের শ্রীপুরে সুতার তৈরীর একটি কারখানায় রবিবার সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা প্রায় দু’ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তুলা ও উৎপাদিত সুতাসহ ওই কারখানার বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জিহাদ মিয়া ও এলাকাবাসি জানায়, শ্রীপুরের জৈনা বাজারের আবদার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পার্শ্ববর্তী অসীম স্পিনিং মিলে স্পিনিং ফ্লোরের ফল্স্ সিলিংয়ের উপর রবিবার সন্ধ্যায় আগুনের সূত্রাপাত হয়। সিলিংয়ের উপর ডাষ্ট থাকার কারনে আগুনের লেলিহান শিখা মুহুর্তেই সেমি পাকা ভবনের ওই কারখানার পুরো সিলিংয়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারন করে। আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়া বের হতে দেখে কারখানার শ্রমিকেরা আতংকিত হয়ে ছুটোছুটি করে কারখানা থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে গাজীপুরের শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের ২ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দু’ঘন্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার সিলিংসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এসময় উৎপাদিত সুতা ও সুতা তৈরীর জন্য ফ্লোরে রাখা বেশ কিছু তুলা ক্ষতিগ্রস্থ হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।