দৈনিকবার্তা-ঝিনাইদহ, ১৭ জানুয়ারি ২০১৬: “ঘরে ঘরে আওয়াজ তুলুন, জীবনের ্প্রতি হ্যা, মাদকের প্রতি না” এ শ্লে¬াগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে একটি একটি র্যালী বের হয়। র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপ-পরিচালক মোহাম্মদ নাজমূল কীবর, পরিদর্শক মোশাররফ হোসেন। এছাড়াও পরিদর্শক রাসেল আলী, কমল কৃষ্ণ বিশ্বাস, এ এস আই জি এম হাফিজুর রহমান, সদস্য সাইদুল হক, আব্দুল আজিজ খান, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম বক্তব্য রাখেন। বক্তারা মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন মতামত তুলে ধরেন। পরে মাদক বিরোধী গণস্বাক্ষর নেওয়া হয়।