দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জানুয়ারি ২০১৬: শেষ ম্যাচ নাখেলেই বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গ্র“পের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সঙ্গী নেপালেরও এই ম্যাচ খেলার আগেই শেষ চার নিশ্চিত হয়েছে। গোল্ড কাপ থেকে আগেই ছিটকে যাওয়া দলটির কাছে গ্র“পের শেষ ম্যাচে ২-১ ব্যবধানে হেরে ছিটকে পড়ে মালয়েশিয়া এবং শেষ চার নিশ্চিত হয়ে যায় নেপাল ও স্বাগতিকদের।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথমার্ধে এলএএনডি বান্দ্রার গোলে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ৬২তম মিনিটে চালানা চামেরার ক্রসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার এসি সানজানা। শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ২-১ গোলের জয় তৈরি করে দিয়েছে এই সমীকরণ। সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচটি হয়ে গেল গুরুত্বহীন। এখন ওই ম্যাচের ফলের ভিত্তিতে নির্ধারিত হবে এ গ্র“পে চ্যাম্পিয়ন হবে কোন দল।
এক জয় ও এক ড্রতে বাংলাদেশ ও নেপাল উভয় দলের অর্জন ছিল চার পয়েন্ট করে। শ্রীলঙ্কা প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। প্রথম দুই ম্যাচেই ড্র করে দুই পয়েন্ট নিয়ে মালয়েশিয়া ছিল তৃতীয় স্থানে। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন মালয়েশিয়ারও। আর সেমিতে চলে যায় গ্র“পের দুই দল বাংলাদেশ ও নেপাল। শ্রীলঙ্কা প্রথম গোল করে ১৯ মিনিটে। এ সময় বান্দুরার পাসে গোল করেন সানজিওয়া। মালয়েশিয়া প্রথমার্ধেই সমতায় ফেরার চেষ্টা করেছে। ৩৬ মিনিটে মালয়েশিয়ার ববি গঞ্জালেসের শট বারে লেগে চলে যায় মাঠের বাইরে। তাই প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়নরা।
৮২তম মিনিটে বদলি খেলোয়াড় মোহাম্মদ হাদিনের ক্রসে মাপা হেডে লক্ষ্যভেদ করে মালয়েশিয়াকে ম্যাচে ফেরান নুর ফজলে ইলিয়াস। কিন্তু বাকি সময়ে আর কোনো গোল না পাওয়ায় ছিটকে পড়া এড়াতে পারেনি দলটি।দুই ম্যাচে চার করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এ গ্র“পের শীর্ষে রয়েছে বাংলাদেশ, দ্বিতীয় নেপাল। শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিদায়ে শুক্রবার বাংলাদেশ- নেপালের ম্যাচটি তাই হয়ে গেছে গ্র“প সেরা হওয়ার লড়াই।বাংলাদেশের কাছে ৪-২ গোলে হারের পর নেপালের কাছেও ১-০ গোলে হারে শ্রীলঙ্কা। এই দুই হারে গোল্ড কাপ থেকে ছিটকে পড়া শ্রীলঙ্কার জন্য মালয়েশিয়ার বিপক্ষের ম্যাচটি ছিল অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার শেষ সুযোগ।
মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করা ফেলডা ইউনাইটেড এফসিকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে দেশে ফিরছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে সেমি-ফাইনালে খেলা দলটি।প্রথম দুই ম্যাচে দুই পয়েন্ট পাওয়া মালয়েশিয়ার গোল্ড কাপের সেরা চারে উঠতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা আর হয়ে ওঠেনি; উল্টো গ্র“পে চতুর্থ স্থানে থেকে দেশে ফিরছে তারা। নেপালের সঙ্গে গোলশূণ্য ড্র করে গোল্ড কাপ শুরু করে মালয়েশিয়া। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সঙ্গেও ১-১ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছিল ইরফান বাকতি আবু সেলিমের শিষ্যরা।