Gazipur-(2)- 15 January 2016-Rapped & Arrest

দৈনিকবার্তা-গাজীপুর, ১৫ জানুয়ারি ২০১৬: গাজীপুরে ভাতিজীকে ধর্ষনের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। তার নাম বেনী বর্মন (৫০)। সে গাজীপুরের জয়দেবপুর থানার বনগ্রাম কুচিয়ামারা এলাকার মৃত রাজেন্দ্রনাথ বর্মনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বেনী বর্মন প্রতিবেশী সম্পর্কীয় এক ভাইয়ের বাড়িতে প্রবেশ করে। এসময় ভাই ও ভাবীর অনুপস্থিতিতে তাদের ১২ বছরের শিশু মেয়েকে (বেনী বর্মনের ভাতিজী) মুখ, হাত ও পা বেঁধে বাড়ি থেকে পার্শ্ববর্তী শালবন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার ওই মেয়েকে রাস্তার পার্শ্বে ফেলে পালিয়ে যায় সে। এ সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ধর্ষক বেনী বর্মনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।