দৈনিকবার্তা-ঢাকা, ১২ জানুয়ারি ২০১৬: জুরিখে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে গত মৌসুমের বর্ষসেরা বিশ্ব একাদশ ঘোষণা করা হয়েছে। ফিফাপ্রো বিশ্ব একাদশে এবার সুযোগ হয়েছে বিশ্বের সেরা তিন খেলোয়াড় লিয়নেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও নেইমারের।বর্ষসেরা একাদশে বার্সা ও রিয়াল মাদ্রিদের চারজন করে খেলোয়াড় রয়েছেন। স্প্যানিশ দুই সুপার পাওয়ার ক্লাবের বাইরে শুধুমাত্র জায়াগা পেয়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার, পিএসজির ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক থিয়াগো সিলভা ও জুভেন্টাসের ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবা।
বর্ষসেরা বিশ্ব একাদশ :
গোলরক্ষক : ম্যানুয়েল নুয়্যার (জার্মানী, বায়ার্ন মিউনিখ)।ডিফেন্ডার : ডানি আলভেস (ব্রাজিল, বার্সেলোনা), সার্জিও রামোস (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (ব্রাজিল, প্যারিস সেইন্ট-জার্মেই), মার্সেলো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)।মিডফিল্ডার : পল পগবা (ফ্রান্স, জুভেন্টাস), লুকা মোদ্রিচ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন, বার্সেলোনা)।ফরোয়ার্ড : লিয়নেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা), ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ), নেইমার (ব্রাজিল, বার্সেলোনা)।