দৈনিকবার্তা-ঢাকা, ০৯ জানুয়ারি ২০১৬: সারাদেশে শনিবার (৯ জানুয়ারি) ভোর থেকে বিকেল পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে শরিফ রানাসহ ২১ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে ঢাকায় ২ জন, টাঙ্গাইলে ৯, চুয়াডাঙ্গায় ৩, জয়পুরহাটে ১, পাবনায় ১, কুমিল্লায় ২, ঝালকাঠিতে ১, বগুড়ায় ১ ও চট্টগ্রামে ২ জন রয়েছেন।নিহত হওয়ার পাশাপাশি এসব দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। ঘন কুয়াশা ও বেপরোয়া গতিই এসব দুর্ঘটনার কারণ বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সংবাদদাতা জানান ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে প্রায় কাছাকাছি সময়ে আটটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে রানা শরীফসহ ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাংবাদিক, পুলিশ ও ফায়ার ব্রিগেড সদস্যসহ অর্ধশতের বেশি।শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সেতুর পূর্বপাড়ের উত্তর লেনের ৪০ নম্বর পিলারের কাছে ও পশ্চিম পাশের দক্ষিণ লেনে এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় সেতুর ওপর এক লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।সেতুর দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।বঙ্গবন্ধু সেতু পূর্বথানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর পূর্বপাড়ে দক্ষিণ লেনে ৪০ নম্বর পিলারের কাছে একটি গরুভর্তি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের ধাক্কা লাগে। এ সময় ঘন কুয়াশার কারণে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা কবলিত ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে পরপর ৭ থেকে ৮টি চলন্ত ট্রাকও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোর সঙ্গে ধাক্কা লাগে।
এই ঘটনায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৪০ জন। এরপর আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমানের ছেলে শরীফ রানাসহ আরো একজন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।শরীফ রানা পাবনা থেকে মাইক্রোবাসযোগে ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। তার লাশ পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এদিকে, খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার কাজে অংশ নিতে সিরাজগঞ্জ ফায়ার ব্রিগেড ও সদর থানা পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে গেলে তারা পুলিশের একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন। এতে অন্তত ৭ পুলিশ ও এক ফায়ার ব্রিগেড সদস্য আহত হন। একই সময়ে দুর্ঘটনার খবর সংগ্রহের জন্য মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যাবার পথে মাছরাঙ্গা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান, সময় টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রিংকু কুণ্ডু, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন আশরাফুল ইসলাম ও চ্যানেল টুয়োন্টিফোরেরর ক্যামেরাপারসন নাজমুল ইসলাম বঙ্গবন্ধু সেতুর উপর পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।এছাড়া সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর অদূরে টাঙ্গাইলের শহরতলীর বৈল্লা এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আনোয়ার (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১৫ জন।শনিবার সকাল ৮টার সময় জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-দর্শনা ডিলাক্স পরিবহনের চালক দুলাল (৪২) ও পূর্বাশা পরিবহনের চালক শান্তি মণ্ডল (৪৫), পূর্বাশা কোচের চালক সহকারী আরজ আলী (২৩)। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘন কুয়াশার মধ্যে চুয়াডাঙ্গা-ঢাকা রুটের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সামনের দিকে দুমড়ে মুচড়ে যাওয়া দুটি বাস থেকে দুই চালকের মরদেহ উদ্ধার করে। আহতদের নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের হেলপার আরজ আলী মারা যান। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বেলাল হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সঙ্গী জহুরুল ইসলাম। সকাল ৯টার দিকে আক্কেলপুর-জামালগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বেলাল হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের মৃত হবিজ উদ্দীনের ছেলে।চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মো. রাসেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন সালাউদ্দিন নামে আরও একজন। রাসেল হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।এছাড়া পটিয়ার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের বিনুনিহারা এলাকায় গাড়ির ধাক্কায় মুক্তিযোদ্ধা মো. আবদুল হক (৭০) নিহত হয়েছেন।
ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেলের ধাক্কায় কবির তালুকদার (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।শনিবার দুপুর দেড়টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া সড়কের উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কবির উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের বাসিন্দা।রাজাপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইউসুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার ও হোমলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। দেবিদ্বার উপজেলার গোপালনগরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক দুলাল মিয়া (৩৫) মারা গেছেন। দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হিরণাল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ব্রিজের কাছে বালুবাহী ট্রলির চাপায় বশির মিয়া (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বশির মিয়া উপজেলার ভিটিকালমিনা গ্রামের জীবন মিয়ার ছেলে।
সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বাসচাপায় হাফিজার রহমান(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।জানুয়ারী মঙ্গলবার দুপুর আড়াইটায় সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কে দেবডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজীউল হক গাজী জানান, হাফিজার রহমান কুতুবপুর ইউনিয়নের সোলারতাইড় গ্রামের আব্বাস আলীর ছেলে।ঢাকা: ঢাকার উত্তরার বিমানবন্দর ও শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন এক ব্যক্তি। এছাড়াও শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন।পাবনায় পৃথক সড়ক দূর্ঘটনায় একজন নিহত, পুলিশসহ আহত ৫
পাবনা ঃ পাবনায় পৃথক দু’টি সড়ক দূর্ঘনায় একনজন নিহত ও তিন পুলিশসহ ৫ জন আহত হয়েছে।শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সদর উপজেলার মনোহরপুর এলাকায় ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক নিহত ও ২ জন আহত হয় এবং সকাল ৯টার দিকে আতাইকুলা থানার আকিজ জুট মিলের কাছে যাত্রীবাহি বাসের সাথে পুলিশ পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার সময় একটি ট্রাক ঈম্বরদী অভিমুখে যাবার সময় পাবনামুখি একটি রিক্সাভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে সুইট (২২) নামের একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সুইট মনোহরপুর গ্রামের আকমলের ছেলে। এতে আরো ২ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।অপরদিকে শনিবার সকাল ৯টার দিকে সুজানগর থানার একটি পিকআপ ভ্যান পাবনা শহরে আসার সময় পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার আকিজ জুট মিলের সামনে পৌঁছালে নগরবাড়ীমুখি শোভর পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, আল মাহমুদ, আব্দুস সবুর, রুহুল আমিন। সুজানগর থানার পরিদর্শক তদন্ত গোলাম রসুল এ তথ্য নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): জেলার আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ সড়কের মৃগালী নামক স্থানে মাহেন্দ্র ও ট্রাক্টরের সংঘর্ষে তরিকুল ইসলাম ইমরান (২৪) নামে এক ছাত্র নিহত হয়েছেন।শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর গ্রামের মৃত সৈয়দ তাজুল ইসলামের ছেলে এবং ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মাহেন্দ্রতে করে ময়মনসিংহে যাচ্ছিলেন তরিকুল। পথিমধ্যে মাহেন্দ্র ও ট্রাক্টরের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যু হয় তার।