2015_07_02_08_40_50_7GNX9zEjd4p2Z9K2UOgT4Tz5OFQPYN_original

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ জানুয়ারি ২০১৬: ভারতের কোলকাতায় সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চলমান টেরিফ ও নন টেরিফ শুল্ক সংক্রান্ত জটিলতা দূর হলে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি আরো বৃদ্ধি পাবে। শনিবার কোলকাতায় পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায় এবং ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে-এর সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ বাণিজ্য সমস্যা দূর করে ভারতে পণ্য রপ্তানি বৃদ্ধি করতে চায়। বাণিজ্য বাধা দূর করে দু’দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা আরো বৃদ্ধি করা প্রয়োজন বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আজ বিশ্ব বাজারে বাংলাদেশের পণ্যের অনেক চাহিদা রয়েছে ।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। পৃথিবীর বড় বড় অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের এগিয়ে যাবার এবং সম্ভাবনার কথা বলছে।সরকারের ব্যবসা বান্ধব নীতি গ্রহণের কারণে অভ্যন্তরিক ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির জন্য প্রতিবেশি দেশগুলোর সহযোগিতা প্রয়োজন।তোফায়েল আহমেদ বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য প্রসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশ ভূটান ও নেপালের মধ্যে যোগাযোগ স্থাপিত হলে এ অঞ্চলে বাণিজ্য বহুগুন বৃদ্ধি পাবে।মন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য পরিধি বৃদ্ধি পাচ্ছে। সরকার পরিকল্পিত ভাবে রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধি এবং নতুন নতুন রপ্তানি বাজার সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ অধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে। সহযোগিতা পেলে আঞ্চলিক বাণিজ্য আরো বৃদ্ধি করা হবে।

পরে বাণিজ্য মন্ত্রী ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি, রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দু’দেশের মধ্যে চলমান বাণিজ্য আরো বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।ভারতের পাট ব্যবসায়ীগণ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে সাক্ষাৎ করে পাট রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা দূর করার আহবান জানালে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। মন্ত্রী আগামী ১০-১২ জানুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে ২২তম দি পার্টনারশিপ সামিটে যোগদান করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।