দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৯ জানুয়ারি ২০১৬: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, দারিদ্র বিমোচনের প্রধান হাতিয়ার হচ্ছে সমবায়। সমবায় সমিতির মাধ্যমে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রির ঘোষনা অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে।গতকাল (শনিবার) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৫তম সাধারন সভা ও রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ উপলক্ষে নলচিড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সকালে নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ শাহআলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন বরিশাল- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর সভার নব-নির্বাচিত মেয়র মোঃ হারিছুর রহমান,কালব পরিচালক মোঃ রাসেদুজ্জামান ঝিলাম,সমবায় অধিদপ্তরের বরিশাল বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ কামরুল ইসলাম ,জেলা সমবায় অফিসার মোহাম্মাদ মোস্তফা। বক্তব্য রাখেন,নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন,গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম,মনুমিয়া স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ সালাউদ্দিন আহম্মেদ মির্জা প্রমুখ। উল্লেখ্য নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এ বছর জাতীয়ভাবে স্বর্ণপদক পুরুস্কার লাভ করেছে।