দৈনিকবার্তা-যশোর, ০৯ জানুয়ারি ২০১৬: নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের জন্য ক্ষমা চাইলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে এসে তিনি সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এসময় এমপি নাবিল বলেন, শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে যশোরে চ্যানেল ২৪ এর সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা ।এসব সন্ত্রাসীদের কোন দল নেই। পুলিশ কয়েকজনকে ধরে আইনির আওতায় নিয়ে এসেছে। আশা করছি বাকীদেরও আইনের আওতায় আনা হবে। যশোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলার নিউজ করতে আসা সাংবাদিকরা রাত সাড়ে আটটার দিকে শহরের চিত্রা মোড়ে আসেন। এসময় তারা আইএফআইসি ব্যাংকের সামনে গাড়ি পার্কিং করে রাখে।
এরপর আওয়ামী লীগের আশ্রিত ক্যাডার বাহিনী এসে ওই গাড়িতে মোটর সাইকেল দিয়ে সাজরো ধাক্কা দেয়। পরে চ্যানেল ২৪’র গাড়ি থেকে নেমে ড্রাইভার আলাউদ্দিন ধাক্কা মারার কারণ জানতে চান। এসময় ড্রাইভার আলাউদ্দিনকে ওই ক্যাডার বাহিনী মারপিট শুরু করে। পরে তারা ক্যামেরা পারর্সন রিপন হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনা ঠেকাতে গেলে আহত হন চ্যানেলের যশোরের স্টাফ রিপোর্টার এস এম তৌহিদুর রহমান, একাত্তর টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ, মাছরাঙ্গা টিভির যশোর প্রতিনিধি রাহুল রায়। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ শহর সৈনিক লীগের সাধারণ সম্পাদক কাকনকে হাতেনাতে আটক করে। পরে ঘটনার প্রতিবাদে রাতে যশোরের সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করে। তারা শনিবার সকাল ১১টার মধ্যে দোষিদের আটক ও শাস্তির দাবি জানায়। তা না হলে যশোরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুনামেন্ট বর্জনের ঘোষণা দেয়।
এ ঘটনা নিন্দা জানাতে প্রেসক্লাবে আসেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এসময় সেখানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সভাপতি ফকির শওকত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, দৈনিক লোকসমাজ সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ সিনিয়র সাংবাদিকরা। কাজী নাবিল আহমেদ বলেন, আমি যেহেতু সাংবাদিক পরিবারের ছেলে। আমি সব সময় সাংবাদিকদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। যদি কোন সহযোগিতা লাগে আমি করবো। তিনি বলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট যশোরে হওয়াটা গর্বের বিষয়। এই টুনামেন্টটা সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন চ্যানেল ২৪ যশোরের ক্যামেরা পারর্সন রিপন হোসেন ও ড্রাইভার আলাউদ্দিনকে দেখতে যান। এছাড়া এ খবর জানতে পেরে হাসপাতালে সংবাদ কর্মীদের দেখতে যান যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।