দৈনিকবার্তা-গাজীপুর, ০৬ জানুয়ারি ২০১৬: গাজীপুরে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্ধুকযুদ্ধে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলি, ককটেল ও ইয়াবা টেবলেট উদ্ধার করেছে। নিহতের নাম মনির হোসেন খান (৩৫)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের কাথোরা এলাকার কবির হোসেন খানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, জমি দখল, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে।
জয়দেবপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের দল যৌথ অভিযান চালিয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে এক’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ও দুধর্ষ সন্ত্রাসী মনির হোসেন খানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুসারে আরো মাদক উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে রাত পৌণে ১১টার দিকে পুলিশ ভাওয়াল জাতীয় উদ্যানের ৩নং গেটের সামনে রাজেন্দ্রপুরের হালডোবা কাউয়ামারা বাইদের জঙ্গলে অভিযান চালায়। তারা স্থানীয় এনএজেড পোশাক কারখানার কাছে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা মনিরের সহযোগীরা মনিরকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে মনিরের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড গুলির খোসা, ৫টি ককটেল ও একশ’ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করেছে। মনির খানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় হত্যা, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র এবং সি আর (কোর্ট) মামলাসহ ২৭টি মামলা রয়েছে। মনির হোসেন খানের বাবা কবির হোসেন খান গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মচারী।
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আঃ সালাম সরকার জানান, নিহতের বুকের ডান পাশে ও পেটের উপর অংশে একটি করে গুলিবিদ্ধ হয়। ক্লোজ রেঞ্জ থেকে গুলিগুলো করা হয়। এছাড়াও তার বাম হাতের কব্জির উপরে হাড় ভাঙ্গা রয়েছে।