Jhenidah Photo 05-01-16 (4)

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ০৫ জানুয়ারি ২০১৬: অটোরিক্ষা চালক হামিদুল ইসলাম (২৫) নামে এক ব্যাক্তি ৯০ ফুট উচু গাছের ডাল থেকে নামালেন ঝিনাইদহের ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার বিকালে সে বাড়ির পাশের একটি মেহগুনি গাছের ডালে উঠে বসে ছিলেন। দীর্ঘ ৫ ঘন্টা পর নামানো হয়েছে তাকে। হামিদুল ইসলাম শহরের কাঞ্চননগর এলাকার বাসিন্দা। এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে নামেন। মই বেঁধে, নানা ভাবে প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টা করে নামিয়ে আনেন হামিদুলকে। নামানোর সাথে সাথে হামিদুল অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর হাসপাতালে মেডিকেল্ অফিসার ডাঃ নাজনীন নাহার জানান, তার মানসিক সমস্যা থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যেক দর্শী রেজাউল ইসলাম জানান, বিকেলের দিকে ওই এলাকার এক পথচারির চোখে পড়ে কাঞ্চননগর পাড়ার মেহগুনি বাগানের একটি উচু গাছের ডালে ওঠে হামিদুল বসে আছে। এমন খবরে আশপাশের লোকজন ছুটে এসে গাছ থেকে নামানোর চেষ্টায় ব্যার্থ হয়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর পেয়ে মহি লাগিয়ে তাকে নামানো হয়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মিয়ারাজ উদ্দিন নিশ্চিত করে জানান, প্রায় ৯০ ফুট উচু গাছ থেকে তাকে নামানো হয়।