দৈনিকবার্তা-ঢাকা, ০৫ জানুয়ারি ২০১৬: চীনের উত্তরাঞ্চলে মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে ১৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩১ জন।বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, প্রত্যন্ত নিংজিয়া প্রদেশের রাজধানী ইনচুয়ানের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাসটি একটি মহাসড়কে ছিল। স্থানীয় সময় সকাল সাতটার দিকে হঠাৎ বাসে আগুন ধরে যায়। বাসের ভেতরে আটকা পড়ে কিছু যাত্রী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।অগুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহত ৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।চীনে সড়ক দুর্ঘটনা প্রায় একটি নিয়মিত ঘটনা। ২০১৩ সালে চীনের পূর্বাঞ্চলে এক আত্মঘাতি লোক একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ব্যক্তিসহ ৪৭ জনের প্রাণহানি ঘটে।