Gourndi photo--03-01-2016

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৩ জানুয়ারি ২০১৬: বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কুতুবপুর গ্রামে শুক্রবার গভীর রাতে সালেহা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গাছের সাথে বেঁেধ মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে তার বসতঘর ভেঙ্গে নিয়েগেছে প্রতিপক্ষরা। তারা তার ঘরের সমস্ত মালামাল লুন্ঠন করে এবং তার বসত বাড়ীর সমস্ত গাছপালা কেটে ফেলে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে।সালেহা বেগম কুতুবপুর গ্রামের মৃত আঃ রব গাজীর স্ত্রী।পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, বিধবা সালেহা বেগমের সাথে জমাজমি নিয়ে একই এলাকার ছিদ্দিক হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার গভীর রাতে প্রতিপক্ষরা ঘরের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে সালেহা বেগমকে ঘর থেকে ধরে নিয়ে যায়।

এরপর বাড়ীর পাশের জঙ্গলে নিয়ে তার পড়নের কাপর দিয়ে তার হাত-মুখ বেঁেধ গাছের সাথে বেধে তাকে (সালেহাকে) মারপিট করে। ছিদ্দিক ও তার সহযোগীরা ওই রাতেই বিধবা সালেহার ঘরের যাবতীয় মালামাল লুন্ঠন করে এবং তার দোচালা টিনের ঘরটি ভেঙ্গে নিয়ে যায়। সকালে প্রতিবেসীরা সালেহা বেগমকে হাতমুখ বাধা অবস্থায় গাছের সাথে বাধা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। গতকাল (শনিবার) সন্ধায় সালেহা বেগম প্রতিপক্ষ ছিদ্দিক হাওলাদারকে প্রধার আসামী করে তার সহযোগী ৭ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। ওসি মোঃ আলাউদ্দিন মিলন ঘটনার সততা স্বীকার করেছেন।জানাগেছে, সালেহা বেগম এক পুত্র সন্তানের জননী। তার পুত্র জামাল গাজী প্রাইভেটকার চালক। তিনি টাকায় থাকেন আর তার মা সালেহা বাড়ীতে একাই বসবাস করতেন।