দৈনিকবার্তা-ময়মনসিংহ, ০২ জানুয়ারি ২০১৬: ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের চাঁদপুরে ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৫/৬ জনের একটি দল ২ দিন এক কিশোরীকে আটক করে পালাক্রমে গণধর্ষণ করেছে। রবিবার সকালে কিশোরীকে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পরও আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে।
উপজেলার কুশমাইল গ্রামের ছোপের পাড়ের ওয়াহাব আলী কিশোরী মেয়ে (১৪) ভালুকার ভরাডোবায় গার্মেন্টেসে চাকরী করা তার বোন রিনার বাসা থেকে আলম এশিয়া গাড়ী দিয়ে গত ৩০ ডিসেম্বর ফুলবাড়ীয়ায় আসে। গাড়ীর হেলপাড় আনোয়ারুল হক তাকে ফুসলিয়ে চাঁদপুরে নিয়ে গোদা পাড়ায় একটি রেন্ট্রি বাগানে আটকে রেখে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফাসহ ৫/৬ জন দুই দিন পালাক্রমে ধর্ষণ করে। গত ৩১ ডিসেম্বর ভোরে ধর্ষিতা কিশোরীকে একটি মসজিদের কাছে মুমুর্ষ অবস্থায় ফেলে যায় ধর্ষকরা। এ ঘটনায় ধর্ষিতার পিতা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ ৫ জনকে আসামী করে মামলা করে। মামলা করার পর কোন আসামীকে পুলিশ গ্রেফতার না করায় আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে বলে ধর্ষিতার বোন জামাই ইকবাল অভিযোগ করেছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্র্তা ফুলবাড়ীয়া থানার ওসি তদন্ত খলিলুর রহমান জানান, মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য জোড় চেষ্টা চলছে।