efe00714a4517ba80ed819138fe8ee84

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ ডিসেম্বর ২০১৫: জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল জাতির উদ্দেশে তার নববর্ষের শুভেচ্ছা বক্তব্যে জার্মানদের প্রতি আহবান করে বলেন, বর্তমানে দেশটির অভ্যন্তরে প্রবাহমান বিপুল পরিমাণ শরণার্থীদেরকে সঙ্কট না মনে করে ভবিষ্যতের জন্য একটি সুবিধা হিসেবে দেখতে। জার্মানিতে প্রবেশরত অসংখ্য ভিনদেশী শরণার্থীদের প্রতি অনেক জার্মান নাগরিকের অপছন্দ এবং দ্বিমতের প্রতি সতর্কতা দিয়ে মেরকেল বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে শরণার্থী প্রশ্নে আমরা যেন নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত না নাই। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো থেকে যে লাখ লাখ শরণার্থী ২০১৫ সালে ইউরোপে প্রবেশ করছেন তার মধ্যে প্রায় ১০ লাখ আশ্রয় প্রার্থীকে জায়গা দিয়েছেন জার্মানি, যেটা গোটা ইউরোপের অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি।

জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান অ্যান্টনিয়ো গুটেরেস শরণার্থী সমস্যা মোকাবেলায় ইউরোপের অন্যান্য দেশের সাড়া নিয়েও কড়া সমালোচনা করেছেন। তিনি সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আগে থেকেই এবং এখনো পর্যন্ত শরণার্থীদের গ্রহণ করতে অপ্রস্তুত এবং নারাজ। জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য মতে, ২০১৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি শরণার্থী সাগর পথে ইউরোপে পৌঁছেছে এবং এদের প্রায় অর্ধেকটাই এসেছে সিরিয়া থেকে। এ সমস্ত শরণার্থীদের বেশিরভাগেরই গন্তব্য ছিল জার্মানি। বৃহস্পতিবার সন্ধ্যায় নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণের রেকর্ডে মেরকেল বলেন, আমি জানি এ বছরটি সবমিলিয়ে আমাদের জন্য ছিল কঠিন একটা সময়। কিন্তু তবু তিনি জার্মানদের উদ্দেশে আবার তার প্রিয় বাক্যটি বলেন, যত কঠিনই হোক, আমরা ঠিকই পারবো এটা মোকাবেলা করতে।মেরকেল বলেন, আমি বিশ্বাস করি যে আমরা যদি আজকে এই বিপুলসংখ্যক শরণার্থীদের সামাল দিতে পারি, তাহলে আজকের এই অসুবিধা আগামীতে আমাদের সুবিধা হয়ে দেখা দেবে।