দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ৩১ ডিসেম্বর ২০১৫: অগ্রনী ব্যাংকের পরিচালক আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, জঙ্গীবাদ বা ধর্মীয় সন্ত্রাসবাদ এ মুহুর্তে একটি বিশ্বজনীন সমস্যা। পৃথিবীর কোন জাতি এই আপদের হাত থেকে মুক্ত নয়। বাংলাদেশ বরং জঙ্গীবাদের থাবা নিয়ন্ত্রনে দৃষ্টান্তমুলক সাফল্য অর্জন করেছে।সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি বারবার মাথাচারা দিয়ে উঠেছে। কিন্তু তারা সব সময়ই সোচনীয়ভাবে পরাজিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তারা মায়ের মন্দিরে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কমিটির সভাপতি শান্তনু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত শিতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান প্যাদা, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন। বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্ত, উপদেষ্টা ও টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিশির কুমার কুন্ড, সমীর সরকার, শেখর দত্ত বনিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম এনামুল হক প্রমুখ। শেষে ৫ শত সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।