দৈনিকবার্তা-গাজীপুর, ৩১ ডিসেম্বর ২০১৫: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তেজিত শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। এসময় তারা বিক্ষোভ ও যানবাহন ভাংচুর করেছে। এতে মহসড়কের উভয় দিকে অন্ততঃ ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন মৌচাক-ফুলবাড়িয়া সড়কে টমটম চলাচল বন্ধের ঘোষণা দেয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, বুধবার দুপুরে বাড়ি থেকে ডিজেল ইঞ্জিন চালিত একটি টমটমে চড়ে কলেজে যাওযার পথে কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া-মাওনা সড়কের ভান্নারা এলাকায় একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় কলেজ ছাত্র রিফাত হোসেন (১৭) নিহত হয়। সে স্থানীয় বরাব মিছির আলী খান মেমোরিয়াল কলেজ থেকে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থী। এঘটনার প্রতিবাদে এবং ঘাতকের বিচারের দাবীতে বৃহস্পতিবার ওই কলেজের শিক্ষার্থীরা ভান্নারা বাজার এলাকায় মানববন্ধন করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মৌচাক-ফুলবাড়িয়া সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে এবং কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে উত্তেজিত শিক্ষার্থীরা মিছিল নিয়ে মৌচাক বাস ষ্ট্যান্ড এলাকায় যায় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয়দিকে অন্ততঃ ১২ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবির ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে ওই সড়কে টমটম চলাচল নিষিদ্ধ করে ঘোষণা দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।বৈঠকে অন্যান্যের মধ্যে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মেতালেব মিয়া, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, ওই কলেজের প্রতিষ্ঠাতা এম.ই.এইচ আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।