2015-12-23_6_244338

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ ডিসেম্বর ২০১৫: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, সবাই মিলে আয়কর দিলে আগামীতে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে নিজ অর্থায়নে বাস্তবায়নের পথে কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। তিনি বলেন, যারা দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে দেশের বৃহত্তম এ প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারাই আজ আগ্রহী হয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অংশ নিতে চাচ্ছে।

প্রতিমন্ত্রী বুধবার সকালে কেরানীগঞ্জের কদমতলীর একটি কমিউনিটি সেন্টারে ঢাকা কর অঞ্চল-৪ আয়োজিত কর নেট সম্পসারণ ও করদাতা উদ্বুদ্ধকরণ সভা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন।তিনি বলেন, আমরা বিদেশী অর্থে নয়, নিজ অর্থেই দেশের উন্নয়ন করতে চাই। আর এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা। ফলে উন্নত দেশে পরিণত হতে আমাদের যে লক্ষ্য তা সহজেই পূরণ হবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা কর অঞ্চল-৪ এর কমিশনার মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজল হক নুরুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাহবুবুর রহমান ও মো. লোকমান চৌধুরী।

আলোচনা সভা শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নতুন ১৬ জন করদাতার হাতে টিন সনদ তুলে দেন।জাতীয় রাজস্ব বোডের ভারপ্রাপ্ত চেযারম্যান বলেন, শিল্পপতি ও ব্যবসায়ী সমাজের বিত্তবান শ্রেণীর মানুষ কর প্রদান করলে দেশ নিজেদের অর্থ দিয়ে উন্নয়নের গতি বৃদ্ধি করতে পারবে। তিনি কর প্রদানকারীদের সুবিধার জন্য ৪০ দিনের মধ্যে কেরানীগঞ্জে একটি অফিসের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।