Nahid-13.12.15-310x205

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ ডিসেম্বর ২০১৫: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি হলেও গুণগতমানের উন্নয়নে ব্যাপক পরিবর্তন প্রয়োজন। শিক্ষকদের গুণগত মান সঠিক হলেই শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিত হবে।তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধার মান বাড়াতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে।মন্ত্রী বুধবার সকাল ১০টায় রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬’র সাম্প্রতিক সংশোধনের পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরাই দক্ষ মানুষ তৈরির প্রধান নিয়ামক শক্তি। তারা মানুষ গড়ার অন্যতম কারিগর। দক্ষ মানুষ গড়ার কাজ করে যাচ্ছেন তারা। এ কথা মাথায় রেখেই শিক্ষকদের পাঠদান করতে হবে। পাশাপাশি শিক্ষকদের হতে হবে সৎ ও নিষ্ঠাবান।

তিনি বলেন, শিক্ষকদের নিয়োগ দেয়াই মূল উদ্দেশ্য নয়, শিক্ষকদের বেতনসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করে তাদের চলার পথ সুগম করলেই শিক্ষার মান উন্নয়ন হবে।সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সাঈদ,শিক্ষা মন্ত্রণালয় সচিব সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.হারুন অর রশিদ, মনোবিজ্ঞানী ড. মেহতাব খানম, নায়েম এর সাবেক মহাপরিচালক ও জাতীয় শিক্ষানীতি কমিটির সদস্য সচিব প্রফেসর ইকরামুল কবির ,বিসিআইসি কলেজের হেডমাস্টার ইদ্রিস আলী, ওয়েস্ট এন্ড হাই স্কুলের হেডমিস্ট্রেস এস এম কানিজ সুলতানাসহ শিক্ষামন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।উপাচার্য ড.হারুন অর রশিদ বলেন, দেশ ও জাতির স্বার্থে মানসম্মত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করতে হবে। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনার উদ্যোগও বজায় রাখতে হবে, তবেই নিয়োগ বাণিজ্যের মতো দূর্নীতি বন্ধ হবে।এসময় তিনি জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে শিক্ষক নিয়োগের উপর গুরুত্বারোপ করেন।

ড. আবদুল্লাহ আবু সায়িদ বলেন, শিক্ষক ভাল হলে বিদ্যালয় ভাল হয়, যিনি মূল্যবোধ শেখান তিনিই শিক্ষক।তাদের জীবনাচারন দেখলেই শিক্ষার্থীরা তা অনুসরণ করে নিজেদের প্রস্তুত করেন।মুহাম্মদ জাফর ইকবাল বলেন, শিক্ষকদের শুধুমাত্র মেধাবী হলেই চলবে না তাদের নৈতিক মূল্যবোধ, আচার আচরণ ও ব্যবহার সর্ম্পকে আরও শিখতে হবে।সভায় শিক্ষাবিদসহ বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের উপাচার্য, হেডমাস্টার ও সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ১১ নভেম্বর এক পরিপত্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয়।শিক্ষক নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। শিক্ষাবিদদের মতামত নিয়ে তা চূড়ান্ত করা হবে।