দৈনিকবার্তা-ঢাকা, ২৩ ডিসেম্বর ২০১৫: অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ২০১৫ সালের আইসিসির বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থাটির পক্ষ থেকে বুধবার এ কথা জানানো হয়েছে।সেপ্টেম্বর ২০১৪ থেকে ২০১৫ সেপ্টেম্বর সময়ের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন ২৬ বছর বয়সী এ তারকা। নির্ধারিত সময়ে তিনি ৮২.৫৭ গড়ে মোট ১৭৩৪ রান করেছেন।ভারতীয় আইকন শচিন টেন্ডুলকারের পর সবচেয়ে কম বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সেরা টেস্ট ব্যাটসম্যানের স্থানটিও দখলে নেন তিনি।
স্যার গারফিল্ড সোবার্স ট্রফি খ্যাত ১২তম আসরে চতুর্থ অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে এ পুরস্কার লাভ করেন স্মিথ। তার আগে সম্মানজনক এ পুরস্কার পাওয়া অপর তিন অস্ট্রেলিয়ান খেলোয়াড় হলেন রিকি পন্টিং(২০০৬), মিচেল জনসন(২০০৯ ও ২০১৪) এবং মাইকেল ক্লার্ক(২০১৩)।একই সঙ্গে বর্ষ সেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হন স্মিথ। এছাড়া ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। তবে এ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের মাটিতে পরাজিত হওয়া অসি দলের অধিনায়ক ছিলেন দারুন ফর্মে থাকা স্মিথ।
আইসিসির দেয়া বিবৃতিতে স্মিথ বলেন, সমগ্র বিশ্ব জুড়ে অনেক বড় বড় খেলোয়াড় ছিলেন। তাদের মধ্য থেকে এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়ে আমি গর্ববোধ করছি।আইসিসির বর্ষ সেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ওডিআই অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।টি-২০ বর্ষ সেরা পারফরমার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার টি-২০ অধিনায়ক ফাফ ডু প্লেসিস। গত জানয়ারী মাসে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৫৬ বলে ১১৯ রান করার জন্য এ পুরস্কার লাভ করেন প্লেসিস।
ডি ভিলিয়ার্সের সতীর্থ টি-২০ অধিনায়ক ফাফ ডু প্লেসিস নির্বাচিত হয়েছেন আইসিসির বর্ষ সেরা টি-২০ পারফর্মার।নির্ধারিত এ সময়ে মাত্র ২০ ইনিংসে ডি ভিলিয়ার্স ৭৯ গড়ে মোট ১২৬৫ রান করেছেন।গত জানুয়ারিতে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড ভাঙ্গা ইনিংসের কারণে এ পুরস্কার পান ডি ভিলিয়ার্স।মাত্র ৩১ বলে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন ডি ভিলিয়ার্স।এর আগে ৩৬ বলে সেঞ্চুরি হাকিয়ে দ্রুততম রেকর্ডটি নিজের করে রেখেছিলেন নিউজিল্যান্ডের কোরি এন্ডারসন।মহিলা বিভাগে আইসিসির বর্ষ সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মেগ ল্যানিং। টি-২০ ক্রিকেটে এ পুরস্কার পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলর।
২০১৫ আইসিসি পুরস্কারের পুর্নাঙ্গ তালিকা:আইসিসি বর্ষ সেরা ক্রিকেটা(স্যার গারফিল্ড সোবার্স ট্রফি)-স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া),আইসিসি বর্ষ সেরা টেস্ট ক্রিকেটার-স্টিভ স্মিথ(অস্ট্রেলিয়া)আইসিসি বর্ষ সেরা ওয়ানডে ক্রিকেটার-এবি ডি ভিলিয়ার্স(দক্ষিণ আফ্রিকা),আইসিসি বর্ষ সেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার- মেগ ল্যানিং(অস্ট্রেলিয়া),আইসিসি বর্ষ সেরা মহিলা টি-২০ ক্রিকেটার-স্টেফানি টেইলর(ওয়েস্ট ইন্ডিজ,আইসিসি বর্ষ সেরা টি-২০ পারফরমেন্স-ফাফ ডু প্লেসিস(দক্ষিণ আফ্রিকা) ১১৯, ৫৬ বল, ১১ী৪, ৫ী৬- দ্বিতীয় টি-২০ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ১১ জানুয়ারি ২০১৫, জোহানেসবার্গ)।আইসিসি বর্ষসেরা উঠতি ক্রিকেটার-জস হ্যাজেলউড(অস্ট্রেলিয়া)।আইসিসি বর্ষসেরা এসোসিয়েট/এফিলেট ক্রিকেটার-খুররম খান(ইউএই),আইসিসি বর্ষ সেরা স্পিরিট অব ক্রিকেট-ম্যাককালাম(নিউজিল্যানআড),আইসিসি বর্ষ সেরা আম্পায়ার(ডেভিড শেফার্ড ট্রফি) রিচার্ড কেটলেব্রো।