Gournadi photo 22-12-15

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২২ ডিসেম্বর ২০১৫: নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে বে-সরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সেইণ্ট- বাংলাদেশের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) তানিয়া আফরোজ, বার্থী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, চাঁদশী ইউনিয়ন চেয়ারম্যান কৃঞবচকান্ত দে, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, যুব উন্নয়ন অফিসার সিদ্দিকুর রহমান আকন, সেইণ্ট-বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর কবির, রিপোর্টর্স ইউনিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামসবুজ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ বজলুর রশিদ, সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল হক, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, একাডেমিক সুপারভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন, সহকারী প্রার্থমিক শিক্ষা অফিসার নাদিরা পারভীন। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক কাজী আল আমিন, বেলাল হোসেনসহ বিভিন্ শ্রেনি পেশার মানুষ। বক্তরা সকলেই নারীর উন্নয়নে ও ক্ষমতায়নে এক সঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।