chandinabg_300813782

দৈনিকবার্তা-কুমিল্লা, ২১ ডিসেম্বর ২০১৫: কোনো ষড়যন্ত্র করে সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে দেশের জনগণের রোষানলে পড়বে সরকার। জনগণকে সঙ্গে নিয়ে শুরু হবে সরকার পতনের আন্দোলন। তিনি বলেন, বিগত দিনে জনগণ অনেক স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করেছে। তাদের পতনও হয়েছে। জনগণের রোষানলে পড়লে এই সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লার চান্দিনায় বিএনপি কার্যালয়ে পৌর নির্বাচন উপলক্ষে এক সভায় এ কথা বলেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান।

নোমান বলেন, বর্তমান সরকারের আমলে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তারা এ পর্যন্ত জাতিকে কোনো সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেনি। আমরা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে পৌর নির্বাচনে অংশ নিয়েছি। এ নির্বাচনেও যদি কারাচুপি ও জবরদস্তি করা হয় তাহলে তার পরিণাম ভয়াবহ হবে।সভায় সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক হুমকি-ধমকি বন্ধ করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে এবং ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।সরকার সুষ্ঠু নির্বাচন উপহার দিলে বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চান্দিনা পৌর বিএনপির সভাপতি এবিএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির উপদেষ্টা আবদুল করিম মাস্টার, সহ সভাপতি মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া, চান্দিনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আবুল কালাম আজাদ, উত্তর জেলা ছাত্রদল নেতা জাকির হোসেন জীবন প্রমুখ।পরে চান্দিনা বাজারের বিভিন্ন স্থানে বিএনপির মেয়র প্রার্থী শাহ্ মো. আলমগীর খানের পক্ষে লিফলেট বিতরণ করেন নেতারা।