Saju Tanore 21-12-2015 sikkhokder shate motobinimoy mp faruk photo-1

দৈনিকবার্তা-তানোর, ২১ ডিসেম্বর ২০১৫: রাজশাহী জেলা আ’লীগ সভাপতি ও শিল্প মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বর্তমান আ’লীগ সরকার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের কল্যানে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে। বিএনপি জামায়াত সরকারের আমলে হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষকদের মধ্যে বেতন-ভাতা বৈশম্য ছিল, বর্তমানে আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর সে বৈশম্য দুর করেছে, এখন স্কুলের শিক্ষকরা যে বেতন ভাতা পাচ্ছেন মাদ্রাসার শিক্ষকরাও সেই একই পরিমান বেতন ভাতা পাচ্ছেন।

আ’লীগ সরকার ক্ষমতায় আসলে শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটে। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টি পারপাশ ক্লাশের ব্যাবস্থা করে ডিজিটাল বাংলাদেশে রুপান্ত্রিত করেছে, শিক্ষার মান উন্নয়নের শিক্ষকসহ সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষকরাই এদেশের মেরুদন্ড, আগামী প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের আর এসব কাজে সহায়তা করার দায়িত্ব সরকারের, তাই শিক্ষার মান উন্নয়নে সরকার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে, বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করার লক্ষে ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে, আ’লীগ সভানেত্রী দেশ রতœ প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই দেশের সকল বে-সরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করন করেছে যা অন্য কোন সরকার করতে পারেনী।

গতকাল সোমবার সকালে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে তানোর উপজেলা সম্মিলিত শিক্ষক সমিতির উদ্দ্যোগে ও মুন্ডুমালা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনীময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, দেশের শিক্ষক সমাজ এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে, বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটালে পরিনত করতে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত শিখরে পৌছে যাচ্ছে অপর দিকে বাংলাদেশ এখন ডিজিটালে বাংলাদেশে পরিনত হয়েছে, আ’লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে দেশ উন্নয়নের দিকে এগিয়ে গেছে বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করা চেষ্টা করছে আর জামায়াত-বিএনপি দেশ ধ্বংসে লিপ্ত রয়েছে।

তিনি দেশ বিরোধীদের ব্যাপারে শিক্ষকসহ সকলকে স্বজাগ থাকার আহবান জানান।তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনীময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর আব্দুল করিম সরকার বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার, মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ। উক্ত মতবিনীময় সভায় তানোর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।