tamim_shakib1429273565_18198

দৈনিকবার্তা-ঢাকা, ২১ ডিসেম্বর ২০১৫: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, ওপেনার তামিম ইকবাল ও পেসার মুস্তাফিজুর রহমান। সাকিবকে দলে ভিড়িয়েছে করাচি কিংস, তামিমকে কিনেছে পেশোয়ার জালমি ও মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালানদার্স।

নিলামে প্লাটিনামে তালিকায় নাম ছিলো সাকিবের। সেখান থেকে তাকে দলে ভেড়ায় করাচি কিংস। ঐ দলে প্লাটিনাম তালিকা থেকে আরও সুযোগ পেয়েছেন শোয়েব মালিক ও সোহেল তানভীর।পিএসএলের নিলামের গোল্ড ক্যাটাগরিতে ছিলেন তামিম। সেই তালিকা থেকে তাকে দলে নিয়েছে পেশোয়ার। ঐ দলের প্লাটিনাম তালিকায় আছেন শহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ ও ড্যারেন স্যামি।তামিমের মত পিএসএলের নিলামের গোল্ড তালিকায় নাম ছিলো মুস্তাফিজুরের। তাকে কিনে নিয়েছে লাহোর। তার দলের প্লাটিনাম খেলোয়াড়রা হলেন- ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো ও উমর আকমল।

পিএসএলের নিলামে বাংলাদেশের আরও সাত খেলোয়াড়ের নাম আছে। এরা হলেনÑ মুশফিকুর রহিম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস, মোমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়।সংযুক্ত আরব আমিরাতে আগামী ৪ ফেব্র“য়ারি থেকে শুরু হবে পিএসএলের প্রথম আসর। ফাইনাল হবে ২৩ ফেব্র“য়ারি।