1281529180_TCB

দৈনিকবার্তা-ঢাকা, ২১ ডিসেম্বর ২০১৫: সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভায় বাজার নিয়ন্ত্রনে কার্যকর পদক্ষেপ নিতে টিসিবিকে প্রয়োজনীয় মূলধন সরবরাহে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। সোমবার সংসদ ভবনে কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টিসিবির অডিট আপত্তিসমূহ দ্বি-পাক্ষিক বা ত্রি-পাক্ষিক বৈঠকের মাধ্যমে দ্রুততার সাথে নিস্পত্তি করারও পরামর্শ দেয়া হয়।কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক,মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, মো: হাবিবর রহমান, আব্দুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার সভায় অংশগ্রহন করেন ।সভায় বানিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটিকে জানানো হয়, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনে সর্বমোট ৬৬২টি অডিট আপত্তি প্রদান করা হয়েছে তার মধ্যে ১৭২টি অডিট আপত্তিটি নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বৈঠক করে নিষ্পত্তি করার প্রক্রিয়া অব্যাহত আছে । আরো জানানো হয় টিসিবি সারা দেশে তিন হাজার ডিলারের মাধ্যমে কোন অসাধুচক্র অযৌক্তিকভাবে যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে ঘাটতি বা দাম বাড়াতে না পারে এবং পণ্যাদির দাম স্থিতিশীল পর্যায়ে রাখার ব্যবস্থা করে থাকে। টিসিবিকে জনগণের মাঝে সাশ্রয়ী মূল্যে পন্য সরবরাহের লক্ষে মন্ত্রণালয় থেকে টিসিবিকে প্রয়োজনীয় ভর্তুকি প্রদান এবং টিসিবির গুদামজাতকরণ ক্ষমতা বৃদ্ধির লক্ষে তাদের নিজস্ব জমিতে ৯শ’ মে. টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৮টি গুদাম ও ৩টি কোল্ড ষ্টোরেজ বিল্ডিং নির্মাণের জন্য ২৪ কোটি ৮৫ লাখ টাকার প্রকল্পটির ডিপিপি জরুরী ভিত্তিতে অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের চেয়াম্যানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।