দৈনিকবার্তা-ঢাকা, ২০ ডিসেম্বর ২০১৫: পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিএনপি সরকার ও নির্বাচন কমিশনকে শেষ সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আ স ম হান্নান শাহ। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত মহান বিজয় দিবসের আকাঙ্খা এবং চলমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হান্নান শাহ বলেন, এর আগেও আমরা দুই সিটি করপোরেশন নির্বাচনে সরকারকে শোধরানোর সুযোগ দিয়েছিলাম। কিন্তু তারা চুড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল। এবারও সরকার অতীতের মত নীল নকশার পুনরাবৃত্তি করবে কি না সেটি এখন দেখার বিষয়।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, কি আশ্চর্য ব্যাপার, প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন তিনিও সেই ভাষায় কথা বলেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এদের মেরুদন্ড সোজা নয়। কর্তার ইচ্ছায় কর্ম করছে মাত্র। হান্নান শাহ বলেন, এই পৌর নির্বাচনে সব রির্টার্নিং অফিসারই সরকারের আমলা। এরা শতভাগ পক্ষপাতিত্ব করছেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগে শহরকেন্দ্রিক নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করে পার পেয়ে গেছে। সাবধান এটা ঢাকা কিংবা গাজীপুর নয়। এখানে চেষ্টা করতে পারবেন, সফল হতে পারবেন না। কারণ এবারের নির্বাচন কোন শহরকেন্দ্রিক না, সারাদেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র এক সঙ্গে চলতে পারে না। আওয়ামী লীগ সব সময়ই মিথ্যাচার করে আসছে। আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগার সরকারের নিরাপত্তা বাহিনী, বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে প্রধান আলোচকের আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ বলেন, জাতির অসংখ্য চোখ তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, হিটলার-মুসলিনরাও ক্ষমতার অপব্যবহার করে টিকে থাকতে পারেনি। এ সরকারও পারবেন না। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ।