d19f11d4ef10202eff8057f57286fa64_26944

দৈনিকবার্তা-ঢাকা, ২০ ডিসেম্বর ২০১৫: ব্যাংকগুলোর ঋণের উচ্চ সুদ হার বিনিয়োগের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে’ তিনি এ মন্তব্য করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি মুহিত বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উৎপাদন খাতে বড় ভূমিকা রাখছে। এ শিল্প ব্যাংকের কাছ থেকে তেমন কোনো ধরনের সহায়তা পায় না। ব্যাংকগুলোই সুদের হার নির্ধারণ করে থাকে। ব্যাংকগুলোর ঋণের উচ্চ সুদ হারই বিনিয়োগের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ঋণের উচ্চ সুদকে বিনিয়োগের বড় বাধা হিসেবে চিহ্নিত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংকগুলোকে সুদের হার কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে বিনিয়োগের বড় বাধা হচ্ছে ঋণের সুদ হার। ব্যাংকগুলো নিজেরাই সুদ হার নির্ধারণ করে থাকে। তারা (ব্যাংক) এসএমইকে সেইভাবে সহায়তা করে না। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অক্টোবর শেষে ব্যাংক খাতে ঋণের গড় সুদ হার দাঁড়ায় ১১ দশমিক ৩৫ শতাংশ।উদ্যোক্তারা অনেকদিন ধরেই সুদের হার কমিয়ে এক অংকের ঘরে নামিয়ে আনার দাবি জানিয়ে আসছেন। মুহিত আক্ষেপ করে আসছেন বিনিয়োগে খরা নিয়ে।অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অবদানের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, শিল্পোৎপাদনের প্রায় ৯৩ থেকে ৯৫ ভাগই হচ্ছে এসব উদ্যোক্তাদের মাধ্যমে।

এজন্য আমি তাদেরকে (ব্যাংকগুলোকে) বলব, এসএমই খাতকে সহায়তা করতে, সেইভাবে সুদ হার নির্ধারণ করতে।সম্মাননা পাওয়া উদ্যোক্তারাও ঋণের সুদ হার কমানোর দাবি জানান।জি এম নূর ইসলাম রনি নামের একজন উদ্যোক্তা বলেন, আমরা আরও ভালো করতে পারতাম, যদি সহজে ও সুলভে মূলধন পাওয়া যেত।ব্যাংকে ঋণের জন্য গেলে তারা নানাভাবে নিরুৎসাহিত করে। অবাক হই, তাহলে ব্যাংক কি কাজ করতে চায়? আবার ঋণ পাওয়া গেলেও তার সুদ হার চড়া।অনুষ্ঠানে আইবিএফবি সভাপতি হাফিজুর রহমান খান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহ ও আইবিএফবির সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।রাজধানীর সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠানে ১৪ জনকে সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক-২০১৪ দেওয়া হয়। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহায়তায় সফল উদ্যোক্তাদের মনোনয়ন দেয় আইবিএফবি।২০১৪ সালের সম্মাননার জন্য ২৩টি জেলার ৩৮টি উপজেলা থেকে ৬০ জন উদ্যোক্তাকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা মনোনীত করেন। তাদের মধ্যে থেকে বিচারক কমিটি ১৪ জনকে চূড়ান্তভাবে বেছে নেয়।