দৈনিকবার্তা-ঢাকা, ১৬ ডিসেম্বর ২০১৫: রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল নামে চালুর অপেক্ষায় থাকা রূপসী বাংলা হোটেলের সংস্কারকাজ চলাকালে একাংশ ধ্বসে পড়ে নিহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক। আহত হয়েছে আরো ১০ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে বারোটা। সংস্কারকাজ চলছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল নামে চালুর অপেক্ষায় থাকা রূপসী বাংলা হোটেলের। নিচতলার একাংশের ছাদ ঢালাই কাজে ব্যস্ত ছিলেন ১৫-২০ জন শ্রমিক। ঢালাই কাচামালের ভার বইতে না পেরে তা ভেঙে পড়ে।এ দুর্ঘটনায় মারা যান গাইবান্ধার গোবিন্দগঞ্জের নির্মাণ শ্রমিক আলতাফ। এসময় গুরুতর আহত হয় আরো ১০জন।
হোটেলটির সংস্কার কাজ করছিল নির্মাতা প্রতিষ্ঠান চারুতা লিমিটেড। এ ব্যপারে কথা বলতে চাইলে মিডিয়ার চোখ এড়ানোর চেষ্টা করেনন চারুতার কর্মকর্তারা। হোটেলটির মালিক সরকারি প্রতিষ্ঠান বিএসএলের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর লুৎফর রহমান ঘটনাস্থলে এলেও তিনিও কথা বলেননি।মুক্তিযুদ্ধের আগে ও পরে পাঁচতারা এই হোটেলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল নামেই পরিচিত ছিল। গত ২৭ বছর ধরে এটি বিদেশি মালিকানাধীন হোটেল শেরাটন হিসেবে পরিচিতি পায়। পরে ২০১০ সালে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড কে হোটেলের ব্যবস্থাপনার দায়িত্ব বুঝিয়ে দিলে এটি পরিচালিত হয় রূপসী বাংলা নামে।সবশেষ ইন্টারন্যাশনাল হোটেল চেইন ইন্টারকন্টিনেন্টাল ৩০ বছরের জন্য হোটেলটি লিজ নিয়ে চলতি বছরের জানুয়ারিতে স্থাপত্যশৈলীতে আমুল পরিবর্তন এনে সংস্কারকাজ শুরু করে।