বিলুপ্ত ছিটমহল মুক্ত ভূখন্ডে প্রথম বিজয় দিবস পালন

দৈনিকবার্তা-কুড়িগ্রাম, ১৬ ডিসেম্বর ২০১৫: ৬৮ বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়ে নতুন ভূখন্ড আর নাগরিক অধিকার ফিরে পাবার পর এই প্রথম বিজয় দিবস পালন করছে বিলুপ্ত ছিটমহলবাসী। বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে নানা আয়োজনে তারা পালন করেছে গৌরবময় দিনটিকে।

কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, র‌্যালি ও ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিটি নিরবতা ও দোয়া শেষে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকালে এ উপলক্ষে দাসিয়ারছড়া কালিরহাট ও কামালপুর এলাকায় বিলুপ্ত ছিটমহলের নারী, পুরুষ ও শিশুরা মাথায় জাতীয় পতাকার ব্যান্ড পড়ে র‌্যালি বের করে। পরে কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। আয়োজন করা হয় গ্রামীণ খেলাধুলারও। বিপুলসংখ্যক মানুষ উপভোগ করেন এ সব আয়োজন।

এছাড়া মধ্যটারী, রাশমেলাসহ কয়েকটি এলাকায় অনুরূপ কর্মসূচি পালন করা হয়। বিল্প্তু ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেনসহ বিলুপ্ত ছিটমহল আন্দোলনের নেতা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা এসব কর্মসূচিতে অংশ নেন।বিল্প্তু ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘দীর্ঘ সংগ্রামের পর তারা এবার প্রথম মুক্ত ভূখন্ডে বিজয় দিবস পালন করতে পেরে খুব আনন্দিত বোধ করছেন। আরো আনন্দিত হব ছিটমহল আন্দোলনের কেন্দ্র হিসেবে দাসিয়ারছড়ায় ইন্দিরা গান্ধি, শেখ মুজিব ও শেখ হাসিনার ভাস্কর্য স্থপন করলে।