জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ ডিসেম্বর ২০১৫: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের বলেছেন, দেশে আজ চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। দমন নির্যাতনের মাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ আজ আতঙ্কগ্রস্ত। মানুষ এ অবস্থা থেকে মুক্তির পথ খুঁজছে।দমন নির্যাতনের মাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ আজ আতঙ্কগ্রস্ত, এ েেথকে জনগণ পরিত্রাণের পথ খুঁজছে বলে মন্তব্য করেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।বুধবার বিকেলে রাজধানীর বিমানবন্দর কাওলারবাজারে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি সমর্থকগোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, যে স্বাধীনতা ও মুক্তির জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি সে মুক্তি আজও পাইনি। পাকিস্তান আমলে আমাদের প্রতি যে বৈষম্য, বঞ্চনা, সাম্প্রদায়িকতা ও অধিকার হরণ করা হয়েছিল তা থেকে মুক্তি পাওয়ার জন্যই ছিল স্বাধীনতা যুদ্ধ। যে দলটি সব সময় সংগ্রামের কথা বলতো, যে দলটির নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু সেই দলটি আজ ক্ষমতায়। অথচ আজ আমরা কী দেখতে পারছি’! যেটুকু অর্জিত হয়েছিল তা থেকে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি বলে মন্তব্য করেন জিএম কাদের।তিনি আরও বলেন, আজকে রাজনৈতিক এবং সামাজিক অবস্থা অত্যন্ত নাজুক। বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারিনি, দারিদ্রের যাতাকলে এখনও আমরা পিষ্ট। পুরো সমাজ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের ভোটের অধিকার, বাক-স্বাধীনতাসহ অন্যান্য মৌলিক অধিকার প্রতিনিয়ত হরণ করা হচ্ছে।

প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি আজ ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। যার ফলে রাষ্ট্রযন্ত্র দ্রুতগতিতে জনবিরোধী হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যাশা- অচিরেই আমরা এ থেকে পরিত্রাণ পাবো। কেননা রাত যতো গভীর হয় ভোরের আলো ততো নিকটবর্তী হয়। জাকির হোসেন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর দেলোয়ার হোসেন খাঁন, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আব্দুস সবুর আসুদ, জাপা কেন্দ্রীয় নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, মীর নাজিমউদ্দিন ভূঁইয়া, আলাউদ্দিন আলাল, ফিরোজ আনোয়ার প্রমুখ।