Gazipur-(1)- 16 December 2015-Fire (Tok Bazar)-3

দৈনিকবার্তা-গাজীপুর, ১৬ ডিসেম্বর ২০১৫: গাজীপুরে কাপাসিয়ার টোক নয়ন বাজারে বুধবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৪টি গোডাউনসহ অন্ততঃ ৩০ দোকান ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ণÍনে আনে।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন টোক নয়ন বাজারের আব্দুল কাদিরের লেপ তোষকের দোকান থেকে বুধবার দুপুরে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তেই আগুন ওই বাজারের আশপাশের কাপড়, চাউল, হার্ডওয়ার ও টিনের দোকানসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়।

Gazipur-(1)- 16 December 2015-Fire (Tok Bazar)-2

খবর পেয়ে গাজীপুরের দুটি, শ্রীপুর, মনোহরদী ও কিশোরগঞ্জ থেকে ১টি করে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজে যোগ দেয়। দীর্ঘ প্রায় দুই ঘন্টার চেষ্টায় বিকেলে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ইতোমধ্যে আগুনে ৪টি গোডাউনসহ ওই বাজারের অন্ততঃ ৩০ দোকান ভষ্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানদারদের দাবী আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের একাধিক ব্যাবসায়ী সর্বশান্ত হয়েছেন। তবে এ ঘটনায় এ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষনিকভাবে আগুনের কারণ ও ক্ষয় ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, থানার ওসি আহসান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Gazipur-(1)- 16 December 2015-Fire (Tok Bazar)-1