ফাইনালে চোখ রংপুর রাইডার্সের

দৈনিকবার্তা-ঢাকা, ১১ ডিসেম্বর ২০১৫: প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতি সতর্কবার্তা দিয়েছেন ড্যারেন সামি। রংপুর রাইডার্সেও এই অলরাউন্ডার জানিয়েছেন, কুমিল্লাকে হারাতে কী করতে হবে সেটা তাদের খুব ভালো জানা আছে। বিপিএলের লিগ পর্ব শেষ। সেরা চার দলের লাইনআপও চূড়ান্ত। এবার ফাইনালে ওঠার মূল লড়াইয়ের অপেক্ষা। সমান ১৪ পয়েন্ট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরেই রয়েছে রংপুর রাইডার্স। শনিবার দুপুর ২টায় পয়েন্ট টেবিলের শীর্ষ এ দুটি দলই মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে।

এ ম্যাচে যে দল জিতবে তারাই সরাসরি উঠে যাবে চলমান বিপিএলের ফাইনালে। ফলে ফাইনালে যাওয়ার এমন সুযোগ কোনভাবেই হাতছাড়া করতে চায় না রংপুর রাইডার্স। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন রংপুরের উইন্ডিজ অলরাউন্ডার ড্যারেন সামি।কুমিল্লা ভিক্টোরিয়ান্স বৃহস্পতিবার সিলেট সুপার স্টারসের বিপক্ষে গ্র“প পর্বের শেষ ম্যাচটি খেলেছে। আর সেখানে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স তার আগেরদিন অর্থাৎ বুধবার শেষ করেছিল তাদের প্রথম পর্বের ম্যাচ। তাই একদিন বিরতি পাওয়ায় শুক্রবার মিরপুর একাডেমীর মাঠে অনুশীলন করতে নামে সাকিবের দলটি।সুযোগ থাকলেও শনিবারই কুমিল্লাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় রংপুর রাইডার্স। যদিও দলের ক্রিকেটাররা এখনো তাদের সেরা ক্রিকেট খেলেনি বলে মনে করছেন ক্যারিবীয় ডানহাতি অলরাউন্ডার ড্যারেন সামি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়কের মতে, দল এখনো সেরা ক্রিকেট না খেললেও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সেরাটাই দেবে তারা।

মিরপুর একাডেমি মাঠে রংপুরের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ড্যারেন সামি। শেষ চারে ওঠার পর প্রথম কোয়ালিয়ার ম্যাচ সম্পর্কে ক্যারিবীয় এই ডানহাতি অলরাউন্ডার বলেন, ‘টুর্নামেন্টটি আমরা দারুণভাবে শুরু করেছিলাম। এখন আমাদের সামনে সুযোগ এসেছে সবার আগে ফাইনালে যাওয়ার। আমার মনে হয়, রংপুর এখনো তাদের সেরা ক্রিকেটটা খেলেনি। আমাদের সামনে সেটা করে দেখানোর এখন সুযোগ এসেছে। ফাইনালে যাওয়ার জন্য সেটাই করবো আমরা।রংপুরের ওপেনিং জুটিতে ঠিকমতো রান আসছে না। সৌম্য সরকার ও লেন্ডল সিমন্স কেউই ব্যক্তিগতভাবে বড় ইনিংস খেলতে পারছেন না। তাই ওপেনিংয়ের জায়গাটায় উন্নতি দরকার বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক।এ বিষয়ে সামি বলেন, ওপেনিং এমন একটা জায়গা যেখানে আমাদের আরো উন্নতি করতে হবে। রংপুর এখনো তাদের সেরাটা খেলেনি। চলতি আসরে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে আমাদের কোনো ব্যাটসম্যান নেই। তবে ভালো দিক হলো, আমরা দল হিসেবে পারফর্ম করেছি। কুমিল্লার বিপক্ষে জিততে হলে শনিবার আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। শনিবারের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্স হেরে গেলেও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিতে ফাইনালে ওঠার। তবে এখনই এসব মাথায়ই আনতে চান না ড্যারেন সামি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়কের দৃষ্টি ফাইনালের মঞ্চে। আর সেটি শনিবার কুমিল্লাকে হারিয়েই করতে চান তিনি।

সমান পয়েন্ট নিয়েও রান রেটে শীর্ষ দল কুমিল্লার পেছনে আছে রংপুর। এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সামি। তাদের অনুপ্রাণিত করছে গ্রুপ পর্বে দুই দলের শেষ দেখায় নিজেদের জয়ে।তারা নিঃসন্দেহে ভালো দল। তারা খুব ভালো খেলছে। প্রতিপক্ষকে সব সময়ই সম্মান দিতে হবে। তবে আমরা কিন্তু তাদের বিপক্ষে খেলা শেষ ম্যাচটি জিতেছি। আমাদের খুব ভালোভাবেই জানা আছে যে, কী করতে হবে।অলরাউন্ডারদের দল কুমিল্লার ভারসাম্য দারুণ। সাকিব আল হাসানসহ চার জন বাঁহাতি স্পিনার খেলানোর পরও তিন জন পেসার খেলাতে পারে তারা। দুই অলরাউন্ডার থিসারা পেরেরা, সামির সঙ্গে আবু জায়েদে গড়া রংপুরের পেস বোলিংও খুব শক্তিশালী।কুমিল্লার বিপক্ষে নিজেদের স্পিন বিভাগকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সামি।স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যাটসম্যানদের অবশ্য আরো ভালো করার দরকার।সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে আছেন আরাফাত সানি, সাকলাইন সজীব ও অলরাউন্ডার মোহাম্মদ নবি।