127623_1

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ ডিসেম্বর ২০১৫: নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার অধিকতর তদন্ত চেয়ে করা আবেদনের ওপর আগামী সোমবার আদেশের দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আদালতে এই আবেদন করেন।

আবেদনকারী পক্ষে আইনজীবী মন্টু ঘোষ সাংবাদিকদের জানান, গত ৬ ডিসেম্বর বিষয়টির ওপর শুনানি শেষে আজ বুধবার আদেশের দিন ধার্য ছিল। ম্যাজিস্ট্রেট কোর্টে নারাজি আবেদন বিষয়ে মামলার বাদী বিউটির দেয়া বক্তব্যের নথি চেয়েছে আজ হাইকোর্ট।এর আগে বিউটির আনা আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার। তার সঙ্গে ছিলেন আইনজীবী মন্টু ঘোষ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।সাত খুন মামলায় গত ২৮ এপ্রিল র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। পরে নজরুল ইসলামের স্ত্রী অভিযোগপত্র নিয়ে আপত্তি তুলে বিচারিক আদালতে একটি নারাজি আবেদন করেন। গত ৯ নভেম্বর বিচারিক আদালত ওই নারাজি আবেদন খারিজ করে দেয়। বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে এবং মামলার আরও অধিকতর তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও জেলা বারের সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সাতজন হলেন-নজরুল ইসলাম, তার সঙ্গী তাজুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন, লিটন ও তার গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার।